বালির মধ্যে সোয়া কোটি টাকার হেরোইন-ফেনসিডিল
আপডেট-বালির মধ্যে সোয়া কোটি টাকার হেরোইন-ফেনসিডিল
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বালির ট্রাক থেকে সোয়া কোটি টাকা বিপুল পরিমান হেরোইন, ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (৮ আগস্ট ২০২২) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৫ রাজশাহী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার রেলগেটের পাশে লালপুর-বনপাড়া সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় র্যাব। লালপুর থেকে বনপাড়াগামী একটি বালু ভর্তি ডাম্পার ট্রাকে অভিযান পরিচালনা করে বালির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় একটি ডাম্পার ট্রাক, নগদ ১৪ হাজার টাকা ও তিনটি মোবাইল সেটসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের মঠখোলা গ্রামের ট্রাকের মালিক মৃত ইদ্রিস ফকিরের ছেলে জয়নাল হোসেন (৪২), ড্রাইভার ছাদত আলীর ছেলে শরিফ মিয়া (৩৩) ও হেলপার মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে নাজির হোসেনকে (২৭) গ্রেপ্তার করে। তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, লালপুর থেকে একটি বালু ভর্তি ডাম্পার ট্রাকে অবৈধ মাদকদ্রব্য বালিতে লুকিয়ে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন।
লালপুর থানার ওসি মোহা. মোনোরুজ্জামান বলেন, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য