লালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি
লালপুর (নাটোর) প্রতিনিধি
জ্বালানি তেলের দাম বাড়ানোয় নাটোরের লালপুরে উপজেলার বিভিন্ন বাজারে খুচরা ব্যাবসায়ীরা মূল্য তালিকার চেয়ে বেশি দাম তেল বিক্রি করছেন বলে জানা গেছে।
শুক্রবার (৫ আগস্ট ২০২২) দিবাগত রাত ১২টার পর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা লিটার, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা লিটার দাম বাড়ানোর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জে, রাস্তার মোড়ে মোড়ে গড়ে ওঠা খুচরা জ্বালানি তেল ব্যাবসায়ীদের দোকানগুলোতে রাত ১২টার আগে বাড়তে থাকে মোটরসাইকেল চালকদের ভিড়। এ সময় অনেক জায়গায়
জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের উত্তেজিত হতে দেখা গেছে।
শনিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে জ্বালানি তেল ব্যাবসায়ীরা তাদের পূর্বের দামে কেনা জ্বালানি তেল বর্তমানে বাড়তি দামেই বিক্রি করেছেন। এ নিয়ে ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
অনেক ব্যাবসায়ী আরো দাম বাড়তে পারে ধারনা করে তেল থাকা অবস্থায়ও তেল নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন। ভেল্লাবাড়িয়া বাজারের খুচরা তেল ব্যাবসায়ী রুবেল জানান, বেশি দামে কেনায় রাস্তা খরচ বেশি হওয়ায় প্রতি লিটার পেট্রোল ১৩৬ টাকা করে বিক্রি করছেন।
তেল ক্রেতা মোটর সাইকেল চালক ইফতেখার ও আলাউদ্দিন জানান, রাতে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ব্যাবসায়ী মূল্য নির্ধারিত থাকা সত্ত্বেও লিটার প্রতি ৫ টাকা বেশি নিয়ে তেল বিক্রি করছেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানা বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য