আওয়ামী লীগের সভাপতি বহিষ্কৃ নেতা অভিযোগ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাকে সভাপতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর বিরুদ্ধে গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে নৌকার প্রার্থীর বিরোধীতা করায় তাঁকে বহিস্কার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার (২৬ জুলাই ২০২২) দীর্ঘ আট বছর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নুরুল ইসলাম ঠান্টুকে সভাপতি এবং মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, নুরুল ইসলাম ঠান্ডু বিগত স্থানীয় সরকার নির্বাচনের সময় নৌকা প্রার্থাীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে সংগঠন বিরোধী ও গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ভঙ্গ করেছেন। তাঁর অবস্থান স্পষ্ট হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) ও (ঠ) ধারার বিধান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১২/১১/২০২১ তারিখে ইস্যুকৃত পত্রের নির্দেশ অনুযায়ী তাঁকে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। যা কেন্দ্রীয় কমিটিকে পাঠানো হয়েছে। নৌকা প্রার্থীর বিরোধীতার করার ছবি ও ভিডিও ফুটেজসহ যাবতীয় প্রমান প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান। বিষয়টি সম্মেলনে কেউ উপস্থাপন করেনি কেন জানতে চাইলে তিনি বলেন, নৌকা বিরোধীদের সাথে তাঁরা সম্মেলনে অংশগ্রহণ করবেন না বলে সাংবাদিক সম্মেলন করেছেন। তাই তাঁরা সম্মেলনে যাননি।
দলীয় সূত্রে জানা যায়, নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু গত বছর অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের সময় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এজন্য সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম ঠান্ডুকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে দলীয় পদবীসহ সদস্য পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। বিলুপ্ত কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারন সম্পাদক সেকেন্দার রহমান স্বাক্ষরিত ২০২১ সালের ২৭ নভেম্বর প্রেরিত পত্র মারফত নুরুল ইসলাম ঠান্ডুকে অব্যাহতির বিষয়টি অবহিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা-কর্মীরা বলেন, কাউন্সিলে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মঞ্চে বার বার ঘোষনা দেন যারা বিগত নির্বাচনে নৌকা প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা দলীয় নেতৃত্বে আসতে পারবেন না। কিন্তু ঠান্ডুকে সভাপতি করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্ববিরোধী এ ঘোষনা বলে অনেকেই মন্তব্য করছেন।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। যারা অভিযোগ করেছেন তারাই ভাল জানেন। তারাই নৌকা প্রার্থীর বিরুদ্ধে ভোট করেছেন। তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘ ৫০ বছর রাজনীতি করছেন। আওয়ামী লীগের শৃঙ্খলা ভঙ্গের মতো কাজ তাঁর পক্ষে কখনো সম্ভব না। পারলে তারা প্রমাণ করুক কোথায় তিনি বিরোধীতা করেছেন বা শৃঙ্খলা ভঙ্গ করেছেন?
সাম্প্রতিক মন্তব্য