logo
news image

লালপুর আওয়ামী লীগের সভাপতি ঝুলফু সম্পাদক লুলু

লালপুর (নাটোর) প্রতিনিধি
ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৮ বছর পর বিলুপ্ত করে আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি এবং রোকনুল ইসলাম লুলুকে সাধারণ সম্পাদক করে লালপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই ২০২২) বিকেল সোয়া ৪টার দিকে লালপুর ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সেই সাথে সহসভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল ও যুগ্মসাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের নাম ঘোষনা করেন তিনি।
সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় বেলা ১১টায়। এতে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। প্রথম অধিবেশন শেষে বিকেল সোয়া ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবদুল কুদ্দুস।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান, সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বর্তমান সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী সংসদ সদস্য আসন-৪৩ ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালের ২৪ মে আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি ও মো. ইসাহাক আলীকে সাধারণ সম্পাদক করে লালপুর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ১৯ মার্চ ২০২২ ঢাকার ধানমন্ডির কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত) এস এম কামাল হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক ২৮ মে সম্মেলনের তারিখ ঘোষণা করে নাটোর জেলা আওয়ামী লীগ। দলীয় মতবিরোধের কারণে দুই বার পেছানোর পর শেষ পর্যন্ত বুধবার (২৭ জুলাই ২০২২) সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top