গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই ২০২২) উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ চূড়ান্ত প্রতিযোগিতায় লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে ওয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল চূড়ান্ত প্রতিযোগিতায় নান্দরায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-নবীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ইউএনও শামীমা সুলতানার সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বশাক, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাম্প্রতিক মন্তব্য