লালপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
লালপুর (নাটোর) প্রতিনিধি
দুই বার পেছানোর পর শেষ পর্যন্ত নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় নেতৃত্ব নির্ধারণ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। দলীয় পদপ্রার্থীরা মিটিং মিছিলের মাধ্যমে নিজেদের সমর্থনের অস্তিত্ব তুলে ধরছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ ৮ বছর পর বুধবার (২৭ জুলাই ২০২২) সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। সর্বশেষ ২০১৪ সালের ২৪ মে আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি ও মো. ইসাহাক আলীকে সাধারণ সম্পাদক করে লালপুর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
লালপুর ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন করবেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আ. কুদ্দুস।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান, সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, বর্তমান সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আসন-৪৩ ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ।
প্রধান বক্তা থাকবেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. শরিফুল ইসলাম রমজান, সভাপতিত্ব করবেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু এবং সঞ্চালনা করবেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২২ ঢাকার ধানমন্ডির কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত) এস এম কামাল হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক ২৫ মার্চ লালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও ২৮ মে সম্মেলনের তারিখ ঘোষণা করে নাটোর জেলা আওয়ামী লীগ। এর সাথে দ্বিমত পোষন করে বর্ধিত সভা স্থগিত ঘোষনা করে উপজেলা আওয়ামী লীগ। দলীয় বিরোধে সভাপতি ও সম্পাদকের অনুপস্থিতে গত ২৫ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত অনুষ্ঠিত হয়। সম্মেলনের নির্ধারিত তারিখ এক মাস পিছিয়ে ২৮ জুন করা হয়। সম্মেলনকে কেন্দ্র করে নেতৃবৃন্দের তোড়জোড়ের শেষ মুহুর্তে কেন্দ্রীয় নির্দেশে ২৪ জুন তা স্থগিত ঘোষনা করা হয়। দুই বার পেছানোর পর শেষ পর্যন্ত বুধবার (২৭ জুলাই ২০২২) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
গত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে ওই কমিটি ২০২১ সালে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করে নতুন কমিটি গঠন করে। অপর দিকে বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের অনুসারীরাও আলাদা কমিটি গঠন করেন। এ ক্ষেত্রে সম্মেলনে কাউন্সিলর নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। এর পর আওয়ামী লীগের দলীয় ও জাতীয় কর্মসূচি দুই পক্ষ পৃথকভাবে পালন করেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংসদ শহিদুল ইসলাম বকুল নেতৃত্বের পরিবর্তনের আভাস দিয়ে বলেন, দলকে বাঁচাতে সম্মেলনে ত্যাগী ও সৎ নেতাদের দায়িত্ব দেওয়া হতে পারে।
সাম্প্রতিক মন্তব্য