সৌদি সরকারের স্বীকৃতি পেল এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেল্স
লালপুর (নাটোর) প্রতিনিধি
হাজিদের উত্তম সেবা প্রদান ও সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ২০২২ সালে (১৪৪৩ হিজরী) সৌদি সরকারের স্বীকৃতি পেল এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেল্স।
বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) সৌদি আরবের মক্কায় ৩৮ নং মকতবের মুয়াল্লিম ড. আতিফ হাসান হাফেজ এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস-এর স্বত্ত্বাধিকারী এ এস এম মোকাররেবুর রহমান নাসিমের হাতে ধন্যবাদপত্র তুলে দেন।
নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ১৯৭৫ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন এ এস এম মোকাররেবুর রহমান নাসিম (এম আর নাসিম)। পিতা মরহুম মো আবদুল করিম ও মাতা মোসা. আনোয়ারা বেগম।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে হাদিস ও ফিকাহ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর, রাজশাহী কলেজ থেকে এলএলবি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস (জার্নালিজম) ডিগ্রি অর্জন করেন।
তিনি লালপুরের মমিনপুর মাজার শরীফ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট; হজ ও ওমরা এজেন্ট ‘এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর ব্যবস্থাপনা পরিচালক; দৈনিক দিনের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার লালপুর প্রতিনিধি।
তিনি বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসিন লালপুর উপজেলা শাখার সেক্রেটারি; সদস্য, ধর্মবিষয়ক মন্ত্রনালয় স্ট্যান্ডিং কমিটি, হাব; স্থানীয় পর্যায়ে তিনি শিক্ষা ও জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত।
তিনি লালপুর উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসাবে পরপর ৩ বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। এ ছাড়া হজ সেবায় উত্তম সেবা প্রদানের জন্য সৌদি মুয়াল্লিম হতে ৩ বার সম্মান জনক ক্রেস্ট প্রাপ্ত হন।
তাঁর লেখা ‘কিতাবুল হজ’ নামক বই প্রকাশের অপেক্ষায়, এ ছাড়া স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিভিন্ন বিষয় কলাম ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি বিভিন্ন সময়ে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, আবুধাবি, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, মিশর ও তুরস্ক সফর করেন।
সাম্প্রতিক মন্তব্য