logo
news image

গ্রেপ্তারি পরওয়ানাভূক্ত নারীসহ ৭ জন গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেপ্তারি পরওয়ানাভূক্ত নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (১৭ জুলাই ২০২২) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তরলালপুর গ্রামের মোখলেসের ছেলে মো. মোকছেদ আলী, অর্জুনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইজাজ, দিলালপুর গ্রামের সুরত আলীর স্ত্রী জামেনা খাতুন ও নিরাপদ মন্ডলের ছেলে ওয়াসিম মন্ডল, বুধপাড়া গ্রামের হেজবার বিশ্বাসের ছেলে শামীম আহমেদ, পাবনার ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মোঃ আহসান হাবীব ওরফে সুইট, রংপুর সদরের গনেশপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোশাররফ হোসেন রাজা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য