মায়ের ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সৈকত আহমেদ অভি (১৮) নামে এক যুবক গলায় মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই ২০২২) ভোর রাতে উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাওয়া দাওয়ার পর নিজ ঘরে শোয়ার জন্য যান। পরিবারের অজান্তে নিজ ঘরের ফ্যানের রডের সাথে তার মায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখে তার মায়ের ওড়না পেঁচিয়ে রডের সাথে ঝুলে আছে তখন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় গোপালপুর মুক্তার ক্লিনিকে নিয়ে যায়। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য