logo
news image

১৭০০ পেয়ারা গাছ শত্রুতার শিকার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শত্রুতার জেরে সেন্টু আলী (৪২) নামের এক কৃষকের ১৫ বিঘা জমির ১ হাজার ৭০০ পেয়ারা গাছ কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ জুলাই ২০২২) রাতে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ওই কৃষক। মঙ্গলবার দিবাগত রাতে লালপুরের পদ্মা নদীর চরজাজিরা চরের মাঠে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার মোহরকয়া গ্রামের হায়দার প্রামানিকের ছেলে।
ক্ষতিগ্রস্থ সেন্টু আলী বলেন, গত ৩ জুলাই একই গ্রামের আবুল মন্ডলের ছেলে জাফেরুলের (৩৮) সাথে নদীর ধারে তাঁর কথা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁকে প্রাণ নাশের হুমকি ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দেন। এরই জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, মাত্র চার মাস আগে প্রায় ১০ লাখ টাকা খরচ করে ১৫ বিঘা জমিতে প্রায় ১ হাজার ৭০০ পেয়ারার চারা রোপন করেন। যার সবগুলোই কেটে ফেলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য