logo
news image

পুকুর খননের অভিযোগে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধ
নাটোরের লালপুরে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মো. নওসেদ আলী (৬৩) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) দুপুরে উপজেলার মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানার ভ্রাম্যমান আদালত।
তিনি ওই গ্রামের মৃত  ইয়াদ আলীর ছেলে।
ইউএনও বলেন, নিজবাড়ি সংলগ্ন ভেকু দিয়ে পুকুর খনন ও যান চলাচলের  রাস্তা ক্ষতি গ্রস্ত করাসহ মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪ ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় জরিমানা আদায় করা হয়।
অপর দিকে পাইকপাড়া পোড়াসাকোর নিকট ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় হালুডাংগা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে দুলাল হোসেনের (৩৮) ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য