logo
news image

চিকিৎসকের বাসায় দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক চিকিৎসকের বাসায় দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৪ জুলাই  ২০২২) সকাল সাড়ে ৯টার দিকে লালপুর সদরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা অলিউজ্জামান পান্নার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সোমবার তার ছেলে সকাল ৯ টার দিকে বাসা থেকে হাসপাতালে যান। তিনি রাজশাহী থেকে বাসায় এসে দেখেন তা তিন তলার বাসায় চোর জিনিসপত্র তছনছ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। নগদ টাকা ও সোনার গহনাসহ দুই লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে।
তিনি বলেন, ১৮ দিন আগে তার বাসার দ্বিতীয় তলার ভারাটিয়ার বাসায় একইভাবে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য