logo
news image

গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গাঁজাসহ মোছা. মিনা বেগম (৪৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ।
সোমবার (২৭ জুন ২০২২) রাতে উপজেলার নাওদাঁড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আজিজের স্ত্রী।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক ফারুক হোসেন তালাশ বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওদাঁড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাজা বিক্রিকালে মিনা বেগমকে ২৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছা. মিনা বেগমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য