logo
news image

বিএনপির বিক্ষোভ সমাবেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে নাটোরের লালপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (১৩ জুন ২০২২) বিকেলে উপজেলার গৌরীপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত শেষে বাসভবন প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, যুগ্মআহবায়ক আরিফুল ইসলাম, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি হলেও তা নিয়ন্ত্রণে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ জানিয়ে দাম কমানোর দাবি জানান তাঁরা।

সাম্প্রতিক মন্তব্য

Top