logo
news image

বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ঈশ্বরদীতে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার ( ৭ জুন) সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির আহব্বায়ক আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা।

বিশেষ অতিথি ছিলেন দুদক প্রতিরোধ কমিটির বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন, অধ্যক্ষ আইনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, কৃষিবিদ ড. কুয়াশা মাহমুদ,  সাংবাদিক ও নিউ এরার নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা।  

বক্তব্য রাখেন, দাশুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক মতিয়ার রহমান, শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, এ্যডভোকেট ইউসুফ আলী, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সাংবাদিক মাহাবুবুল হক দুদু ও সাংবাদিক আতাউর রহমান বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইসাহক মালিথা বলেন, ‘জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবি ধাপে ধাপে সংগ্রামকে এগিয়ে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। ৬ দফা বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি। এর মধ্যে নিহিত ছিল বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার কথা। ঐতিহাসিক ৬ দফা স্বাধীনতার অন্যতম মাইলফলক ঘটনা। আজ তরুণ প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে এই ইতিহাস জানাতে হবে।’

সাম্প্রতিক মন্তব্য

Top