logo
news image

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রকম্পিত ঈশ্বরদী

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে পড়ে ঈশ্বরদী শহর। শনিবার (৪ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

এসময় উপজেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, জেলা কমিটির সাবেক নেতা বশির আহমেদ বকুল, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহব্বায়ক সজিব মালিথাসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানসহ সহস্রাধিক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, বিএনপি-জামাতের দোসররা এ বাংলার মাটিতে আবারও পঁচাত্তরে ঘটাতে চায়। তাদের এই দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি-জামাত যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই আওয়ামীলীগ দাঁত ভাঙা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

সাম্প্রতিক মন্তব্য