ফেনসিডিলসহ চাকুরীচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. মিন্টু বাশার (৩৯) নামে চাকুরীচ্যুত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুন ২০২২) ভোর রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি পুলিশ চেক পোস্টে বাঘা থেকে লালপুরগামী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে তাকে করা হয়।
তিনি রাজশাহীর বাঘা উপজেলার ভানুকর (মিরগঞ্জ) গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে এসআই শামসুজ্জোহার নেতৃত্বে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি পুলিশ চেক পোস্টে বাঘা থেকে লালপুরগামী মাইক্রোবাস সুপার জিএল (ঢাকা মেট্রো- চ ১৩-৪৮৫০) তল্লাশী চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল করা হয়। এ সময় চাকুরীচ্যুত এক সেনা সদস্য মো. মিন্টু বাশারকে গ্রেপ্তার ও ফেনসিডিল বহনকারী মাইক্রোবাস জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। চাকুরীচ্যুত এক সেনা সদস্য আসামী মো. মিন্টু বাশার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য