জমি সংক্রান্ত বিরোধে মারপিটে নারীসহ আহত ২
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটে মা ও ছেলে আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৩০ মে ২০২২) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের আরজেদ আলীর স্ত্রী মোছা. সালেহা বেগম (৪০) ও ছেলে মো. আব্দুস সালাম (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ীর জমি সংক্রান্ত ঝগড়াঝাঁটির একপর্যায়ে জাপান আলীর ছেলে সাবেদ আলী (৪৫), জিয়াউর রহমানের স্ত্রী বেগম (৩০), সাবেদ আলীর স্ত্রী শেফালী (৩৫) ও ছেলে সজিব (২০) লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারধর করে মোছা. সালেহা বেগম ও মো. আব্দুস সালামকে (২০) আহত করেন।
স্থানীয় লোকজন আব্দুস সালামকে উদ্ধার করে বাঘা মেডিকেলে ভর্তি করে। সালেহাকে পরিবারের লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য