অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে অভিযান
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে নৈশ অভিযানে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে ২০২২) রাতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের আওতাধীন উপজেলার দুয়ারিয়ার রামকান্তপুর গ্রামে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তি রামকান্তপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম।
লালপুর জোনাল অফিসের এইসি (প্রশাসন) মো. ইব্রাহিম খান বলেন, অভিযুক্ত শহিদুল ইসলাম এলটি বিদ্যুৎ লাইন হতে সরাসরি অবৈধভাবে হকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরি করে দীর্ঘদিন যাবত বাড়ি ও আবাদি জমির সেচ পাম্প ব্যবহার করে আসছিলেন। মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নৈশ অভিযানে হাতনাতে ধরা পড়েন। অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান বলেন, অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘদিনের ওই অবৈধ বিদ্যুৎ ব্যবহার ধরা হয়েছে। চলতি অর্থ বছরে ৭৯টি নৈশ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ধরে সমিতির সরকারি রাজস্ব আদায় করা হয়েছে। এতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোমীনুল ইসলাম বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও চুরি রোধ না করা গেলে সিন্টেম লস বৃদ্ধি পাবে। এতে সমিতির রাজস্ব ক্ষতির পাশাপাশি গ্রাহকরা আর্থিক লোকসানে পড়বেন। তাই এ সকল অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে নৈশ অভিযান অব্যবহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য