logo
news image

যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা ভারতের প্রবৃদ্ধির লাগাম টেনে ধরতে পারে

চলতি বছর বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে শীর্ষ স্থান দখলে নিতে পারে ভারত। তবে যুক্তরাষ্ট্র ও চীনের ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা ভারতের প্রবৃদ্ধির লাগাম টেনে ধরতে পারে বলে রয়টার্সের অর্থনীতিবিদদের এক জরিপে বলা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক শুল্কারোপ একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। এ যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে একেবারে বিধ্বস্ত করে দিতে পারে।

এদিকে রয়টার্সের মতামত জরিপে অংশগ্রহণকারী ২৯ অর্থনীতিবিদের মধ্যে ২০ জন জানিয়েছেন, ভারতের অর্থনীতি চলমান বাণিজ্য বিরোধে ক্ষতিগ্রস্ত হবে। রাবোব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হুগো এরকেন বলেন, দুপক্ষের বিরোধের মাঝখানে ফেঁসে যাওয়ার ঝুঁকি রয়েছে ভারতের। তিনি বলেন, ভারত যদি কোনো একটি পক্ষ গ্রহণ করে, তবে দেশটির ওপর প্রতিশোধ হিসেবে শুল্কারোপ করা হতে পারে। এতে দেশটির প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। এ ক্ষতির মাত্রা আরো বড় হয়ে উঠবে, যদি পাল্টা প্রতিশোধ হিসেবে ভারত যুক্তরাষ্ট্র বা চীন যেকোনো দেশের আমদানির ওপর শুল্ক আরোপ করে।

খবর ইকোনমিক টাইমস।

সাম্প্রতিক মন্তব্য

Top