logo
news image

জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ৮

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ মে ২০২২) উপজেলার বিলমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, এক পক্ষের মোহরকয়া গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে মো. রঞ্জিত মোল্লা (৭০), মো. রঞ্জিত মোল্লার ছেলে মো. মন্টু মোল্লা (৪০), মৃত রব্বেল মোল্লা মো. তৌহিদ মোল্লা (৩০) ও রোহান মোল্লা (২৮)। অপর পক্ষের বিলমাড়িয়া গ্রামের সলিম মোল্লার ছেলে মো. তাইফুল ইসলাম (২৭), নিজাম  মোল্লা ((৫০), কামরুল মোল্লা (৩০) ও শুকুর মোল্লা (৩৫)।
জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। তাদেরকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সকলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, সংঘর্ষে আহতদের সকলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য