টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সাইদুল ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ মে ২০২২) উপজেলার গোপালপুর পৌরসভার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আটক ব্যক্তি পাবনার ঈশ^রদীর মাঝদিয়া গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার গোপালপুর পৌরসভা রেলগেট এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে¡ একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলামকে আটক করা হয়। এ সময় ১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল, মোবাইল ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেন। পেশাদার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য