logo
news image

ধর্ষনের অভিযোগে শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ছাত্রী ধর্ষনের অভিযোগে এক শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা, অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার (১৬ মে ২০২২) উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রেজাউল করিম জাহাঙ্গীর ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর (১৬) সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। রোববার (১৫ মে ২০২২) বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট বিচারের দাবি জানান। এ বিষয়ে সন্ধ্যায় গ্রামে শালিশী বৈঠকের মাধ্যমে মিটমাট করার চেষ্টা করে ব্যর্থ হয়। সোমবার ধর্ষনের অভিযোগে ওই শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে বিক্ষোভ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহবান করা হয়। সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশসহ আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হবে।

সাম্প্রতিক মন্তব্য