হত্যা করে অটো বাইক ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ১
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন (৩২) নামের এক ব্যক্তিকে হত্যা করে অটো বাইক ছিনতাই ঘটনায় নিহতের বাবা ফকরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতদের নামে থানায় মামলা করেছেন।
ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ডাঙ্গাপাড়া গ্রামের নাজমুল হোসেনের ছেলে সজিব (৩০) নামে একজনকে আটক করেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁনপুর একটি আখের জমি থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। খোরশেদ আলম মিলন বড়াইগ্রামের মহিষভাঙা এলাকার ফকরুল ইসলামের ছেলে।
পরিবারের লোকজন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খোরশেদ আলম অটো বাইক নিয়ে ভাড়ায় চালনর জন্য বের হন। আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় থাকেন। একপর্যায়ে চাঁনপুর থেকে কদিমচিলান বাজার যাওয়ার রাস্তার ওপর তাঁর ব্যবহৃত জুতা দেখতে পেয়ে আশে-পাশে খোঁজ করতে থাকেন। রোববার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন কদিমচিলান ইউনিয়নের চাঁনপুর গ্রামের একটি আখের জমিতে তাঁর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যাকান্ডে প্রকৃত রহস্য পুলিশ উদঘাটন করতে সক্ষম হয়েছে। আগামীকাল মঙ্গলবার ডিআইজি মহোদয় প্রেসব্রিফিং করে বিস্তারিত জানাবেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সংঘবদ্ধ ছিনতাইকারীরা মুখে কাদা ঢুকিয়ে শ্বাসরোধ করে মিলনকে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সাম্প্রতিক মন্তব্য