logo
news image

নিখোঁজের ১৮ ঘন্টার পর মরদেহ উদ্ধার

লালপুর ও বড়াইগ্রাম প্রতিনিধি
নিখোঁজের ১৮ ঘন্টার পর নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন (৩২) নামের এক অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মে ২০২২) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁনপুর গ্রামের একটি আখের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
খোরশেদ আলম বড়াইগ্রামের মহিষভাঙা এলাকার ফকরুল ইসলামের ছেলে।
পরিবারের লোকজন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খোরশেদ আলম অটোবাইক নিয়ে ভাড়া মারার জন্য বের হন। আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় থাকেন। একপর্যায়ে চাঁনপুর হতে কদিমচিলান বাজার যাওয়ার রাস্তার ওপর তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে আশে-পাশে খোঁজ করতে থাকেন। রোববার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে নিখোঁজের ১৮ ঘন্টা পর স্থানীয় লোকজন কদিমচিলান ইউনিয়নের চাঁনপুর গ্রামের একটি আখের জমি তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন দেখে মরদেহ সনাক্ত করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, সিআইডি বিশেষজ্ঞ দল প্রাথমিক সুরতহাল ও নমুনা সংগ্রহের পর মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য