logo
news image

ঈশ্বরদীতে অগ্নিকান্ডে দুটি বাড়ি পুড়ে ছাই সাহায্যের হাত বাড়ালেন পৌর মেয়র

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃঃ
ঈশ্বরদী শহরের মাহাতাব কলোনীতে অগ্নিকান্ডে দুটি বসত বাড়ি ভূষ্মিভূত হয়েছে। এই দুই বাড়ির ৭টি ঘর, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টায় মাহাতাব কলোনীর ইমরান হোসেনের বাড়ির ছাগলের ঘরে মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।


প্রতিবেশীরা জানান, রাত ৩টার দিকে ইমরানের ছাগলের চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে দেখতে পাই। মূহুর্তের মধ্যেই আগুনে উত্তাপে ইমরানের রান্না ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দ্রুত আগুন পাশের হরমুজ আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে এ দু’বাড়ির সবকিছু পড়ে ছাই হয়ে যায়।

ইমরান হোসেন বলেন, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ছাগলসব ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। এখন আমরা পুরোপুরি নিঃস্ব।
স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল লতিফ মিন্টু বলেন, ভোর ৪ টায় খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যায়। এ দু’বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
 পৌরমেয়র ইছাহক আলী মালিথা বলেন, ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তাদের চাল-ডালসহ খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি। আগামী সোমবার পৌরসভার অফিস খুললে তাদের ঘর নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।  

সাম্প্রতিক মন্তব্য

Top