logo
news image

বাগাতিপাড়ায় পানিতে ডুবে আরো এক শিক্ষার্থীর মৃত্যু

 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে আরো এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।  

বুধবার বিকেলে দয়ারামপুর ইউনিয়নের নন্দী কূজা এলাকায় বড়াল নদীর পানিতে ডুবে তানিয়া খাতুন (৬) নামের আরো  শিক্ষার্থীর মৃত্যু হয়। তানিয়া  চন্দ্রখৈইর এলাকার দক্ষিণ পাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এবং স্থানীয় উপ-আনুষ্ঠানিক ব্র্যাক  স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। 

স্থানীয়রা জানায়,তানিয়া খাতুন স্কুল ছুটির পর বাড়ি এসে খেলার সাথীদের সঙ্গে দুপুর একটার দিকে নদীতে গোসল করতে যায়। নদীতে সামান্য পানি থাকায় সবাই মিলে খেলা করছিল। এর এক পর্যায় তানিয়া খাতুন সাথীদের অজান্তে  পানির নীচে তলিয়ে যায়। গোসল শেষে  সাথীদের একজন নদীর পাড়ে তানিয়ার রাখা স্যান্ডেল দেখতে পায়। তারা মনে করে যে  তানিয়া খাতুন ভুলে সেন্ডেল রেখে বাড়ি গেছে। 

তখন একজন তার সেন্ডেল নিয়ে  তানিয়া খাতুনের বাড়ি গিয়ে জানতে পারে যে সে বাড়িতে ফিরে নাই।
তখন থেকেই  অনেক খোঁজা-খুঁজির পরে যেখানে গোসল করতে নেমেছিল সেখানেই ডুবন্ত অবস্থায় বিকাল তিনটার দিকে তার লাশ উদ্ধার হয়। 
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য সকালে বাগাতিপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমানের পুকুরের পানিতে ডুবে রিয়াদ হোসেন (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য

Top