দেশের একমাত্র শহীদ সাগর
ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)
অর্ধশতাধিক মুক্তিকামী মানুষের আর্তনাদ। শহীদের রক্তে রঞ্জিত একটি পুকুর। স্বাধীনতার ইতিহাসে সারা দেশে একমাত্র জীবন্ত কিংবদন্তী। নাম তার ‘শহীদ সাগর’।
বৃহস্পতিবার (৫ মে ২০২২) শহীদদের আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, শহীদ পরিবারের সদস্যগন, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, অন্যান্য কর্মকর্তাগন, সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের ভেতরে একটি পুকুর। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ৫ মে এই পুকুরের সিঁড়িতে একসঙ্গে দাঁড় করিয়ে তৎকালীন প্রশাসক লে. এম এ আজিমসহ অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীকে ব্রাশ ফায়ার করে হত্যা করে পাকিস্তানী সেনাবাহিনী। স্বাধীনতার পর পুকুরটির নামকরণ হয় ‘শহীদ সাগর’।
একাত্তরে সিঁড়ির যেসব জায়গায় বুলেট বিদ্ধ মানুষ লুটিয়ে পড়েছিল, সেসব জায়গায় লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই সিঁড়িতে পা রাখলে এখনো শিউরে কাঁটা দিয়ে ওঠে। ভয়ে গা ছমছম করে। অনেক বছর পরেও এই পুকুরের পানি রক্তের মতোই ছিল ‘লাল’।
এই গণহত্যায় জড়িত ছিলেন, মেজর শেরওয়ানী, মেজর উইলিয়াম ও ক্যাপ্টেন মোখতার।
শহীদ সাগরের লাশের স্তূপ থেকে গুরুতর আহত অবস্থায় কেঁচে যান খন্দকার জালাল আহাম্মেদ। তিনি বলেন, ওই দিন বেলা ১১ টার দিকে মিলের পাওয়ার হাউসে ডিউটি করছিলেন। তৎকালীন প্রশাসক লে. এম এ আজিমসহ সবাইকে পুকুরের সিঁড়িতে সারি করে দাঁড় করিয়ে দেওয়া হয়। নির্দেশ পাওয়া মাত্র বৃষ্টির মতো গুলি বর্ষণ। গুলিবিদ্ধ হয়ে লাশের স্তূপে চাপা পড়ে জ্ঞান হারান তিনি। চেতনা ফিরে দেখেন, মেহমান আলী নামে এক কর্মচারী তাঁর মুখটা পানি থেকে তুলে সিঁড়ির ওপরে রেখে পালিয়ে বাঁচেন। অর্ধমৃত শরীরটাকে টেনে-হিঁচড়ে এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে নিশ্চিত মৃত্যু হতে জীবন ফিরে পান।
এরআগে ৩০ মার্চ ময়না গ্রামে গ্রামবাসীর সঙ্গে প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানিদের ২৫নং রেজিমেন্ট পর্যুদস্ত-ধ্বংশ হয়। মুক্তিযোদ্ধারা মেজর আসলামকে ধরে এনে গুলি করে হত্যা করে। সুগার মিলের ওয়াগন দিয়ে রেলগেটে প্রতিরোধ করে। সেই ক্ষোভে ঘটে মিলের এই হত্যাযজ্ঞ।
একই দিনে গোপালপুর বাজারের কড়ইতলায় ৭ জন এবং লালপুর-গোপালপুর সড়কের শিমুল তলায় ৬ জনকে হত্যা করে পাকিস্তান বাহিনী।
১৯৭৩ সালের ১ ফেব্রুয়ারি গোপালপুর রেল স্টেশনের নামকরণ হয় ‘আজিমনগর স্টেশন’। ১৯৭৩ সালের ৫ মে শহীদ লে. এম এ আজিমের স্ত্রী শামসুন্নাহার আজিম উদ্বোধন করেন ‘শহীদ সাগর স্মৃতিসৌধ’। পাশেই ২০০০ সালের ৫ মে উদ্বোধন করা হয় ‘শহীদ স্মৃতি জাদুঘর’। শহীদদের ব্যবহৃত পোশাকসহ অন্য জিনিসপত্র এখানে স্থান পেয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ উন্মোচন করেছে শহীদ আজিমের ছবিসহ স্মারক ডাকটিকিট। উদ্বোধনকালে পরিদর্শন বইয়ে শামসুন্নাহার আজিম লিখেছেন, ‘স্বাধীনতার জন্য নর্থ বেঙ্গল সুগার মিলের যে অবদান, বুকচিরে এক পুকুর রক্তদানের স্বীকৃতি এই জাদুঘরের মাধ্যমে দেওয়া হলো।’
বাংলাদেশের চিনিকল সমুহের শহীদ দিবস হিসেবে ২০০০ সাল থেকে দিনটি পালিত হয়। প্রতিবছর শহীদদের স্মরণে ফাতেহা পাঠ, পুস্পস্তবক অর্পন, শহীদ পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ মাহফিল, কাঙালী ভোজ ও খতমে কোরআনের আয়োজন হয়।
এই গণহত্যায় শহীদরা হলেন, লে. (অব.) আনোয়ারুল আজিম (প্রশাসক), সহিদুল্লাহ, গোলজার হোসেন তালুকদার, সাইফুদ্দিন আহমদ, আবুল হোসেন, আবদুর রউফ, খন্দকার আব্দুল মান্নান ভূইয়া, গোলাম কিবরিয়া, মো. নূরুল হক, আজহার আলী, মকবুল হোসেন, আবুল বাসার খান, মনসুর রহমান, সাজেদুর রহমান, খন্দকার ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, মোসাদ্দারুল হক, মোকসেদুল আলম, আব্দুর রহমান আমিন, মোহাম্মদ আলী-১, মোহাম্মদ আলী-২, মোজাম্মেল হক, আব্দুল মান্নান তালুকদার, ফিরোজ মিয়া, আকতার উদ্দিন, সোহরাব আলী, আনোয়ারুল ইসলাম, পরেশ উল্লাহ, আ. মান্নান, কামাল উদ্দিন, আবুল কাসেম, আব্দুর রব, শামসুল হুদা, আব্দুল মজিদ, আবুল কালাম, এস এম নজরুল ইসলাম, আয়েজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, তোফায়েল প্রামানিক, মোসলেম উদ্দিন, জহির উদ্দিন, শহীদুল্লাহ ছাড়াও আরো নাম না জানা অনেকে।
গুলিবিদ্ধ লাশের স্তুপে বেঁচে যান, খন্দকার জালাল আহাম্মেদ, মেহমান আলী, নওসাদ আলী, খোরশেদ আলম, খন্দকার ইমাদ উদ্দিন আহম্মেদ, ইঞ্জিন সরদার, আব্দুল জলিল সিকদার, তোফাজ্জল হোসেন, আজের উদ্দিন মাল প্রমুখ। তাঁদের কেউ এখন বেঁচে নেই।
ওই দিন লালপুর-গোপালপুর সড়কের শিমুল তলা নামক স্থানে পাকবাহিনীর হত্যাযজ্ঞে শহীদ হন ছয়জন। তাঁদের পরিচয় পাওয়া তিনজন হলেন, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন মনি, ও আতোয়ার হোসেন মিন্টু।
একই দিনে গোপালপুর বাজারে হত্যাকান্ডে আরও সাতজন শহীদ হন। তাঁদের স্মৃতিতে ২০১৯ সালের ৫ মে গোপালপুর বাজার কড়ই তলায় নির্মিত হয় স্মৃতিস্তম্ভ। তাঁরা হলেন, ডা. শাহাদত হোসেন, তোফাজ্জল হোসেন, সাজদার রহমান, আবুল হোসেন, আশরাফ আলী, খোদা বকস খলিফা ও কাজি রফিকুল ইসলাম চাঁদ।
সাম্প্রতিক মন্তব্য