logo
news image

ঈশ্বরদীতে ছাত্রলীগের ইফতার মহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রতিনিধি:
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের নিজস্ব কার্যালয়ে  শহরের পোস্টঅফিস মোড়ে ২৮ মার্চ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমানের সার্বিক তত্বাবধানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাম মোল্লা, সাবেক ছাত্রনেতা দেওয়ান সবুজ, যুবনেতা মাসুদ রানা মিন্টু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ, সাধারণ সম্পাদক রিংকু, সাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খায়রুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক সুমন হোসেন ও ছাত্রনেতা শাহাদত হোসেন শাদু, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব, লক্ষ্যিকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ সাহানসহ ছাত্রলীগের উপজেলার পৌর বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি /সম্পাদক এবং অন্যান্য নেতা-কর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার আরমান বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, কেন্দ্রীয় আওয়ামিলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক ভাইয়ের নেতৃত্বে  আমরা ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ পরিবার ঐক্যবদ্ধ। বিএনপি জামাত-শিবিরের যে কোনো চক্রান্ত রাজপথে মোকাবিলা করতে আমরা সকল সময়ে প্রস্তুত, আপনার সকলে আমাদের জন্য দোয়া করবেন।

ইফতার মহফিলে দোয়া পরিচালনা করেন ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুজাহিদ।

সাম্প্রতিক মন্তব্য