আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি) ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল ২০২২) লালপুর বাজারের দেওয়ান সুপার মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী।
আইএফআইসি ব্যাংকের পাবনা শাখার হেড অব ব্রাঞ্চ অপারেশন মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ, সাধারণ সম্পাদক মো. মাজদার রহমান, লালপুর উপশাখার ইনচার্জ মোখলেসুর রহমান ও কামরুল ইসলাম প্রমুখ। এ সময় ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য