logo
news image

সুকৌশলী চোর

লালপুর (নাটোর) প্রতিনিধি
ঘড়ির কাটায় বেলা পৌনে ৩টা। দোকানী তালা দিয়ে পাশেই থানা মসজিদে নামাজের জন্য গেছেন। কয়েক মিনিটের মধ্যে দোকানের সামনে একটি মোটরসাইকেল এসে থামলো। বিকাশের দোকানের সাটারের তালা ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গেল। কোন কিছু বোঝার আগেই ঘটনাগুলো ঘটে গেল। শনিবার (৯ এপ্রিল ২০২২) নাটোরের লালপুর থানার সীমানার ৫০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।
দোকান মালিক থানাপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. রেজাউল করিম (৪০) বলেন, শনিবার দুপুরে দোকানে তালা লাগিয়ে মসজিদের নামাজের জন্য যান। মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মসজিদে ইফতারির আয়োজন থাকায় দোকানে আসতে একটু দেরি হয়। এসেই দেখেন তালা ভেঙ্গে ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। চোর পালানোর সময় ভাঙ্গা তালাটিও নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ওই সময় একটি আরটিআর নীল রঙের মোটরসাইকেল এসে ঠিক দোকানের সাটারের সামনে থামে। এক যুবক মোটরসাইকেল থেকে নেমে কিছু ঠিক করছে বলে মনে হয়। কিছুক্ষণের মধ্যে সে চলে যাওয়ার পর জানা যায় দোকানে চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় লোক সমাগমের মধ্যে এ ধরণের ঘটনা জনমনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। অভিনব কায়দায় এ ধরণের চুরি এর আগে দেখা যায়নি।  
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, অপরাধীরা প্রতিনিয়ত একেক ধরণের কৌশল পরিবর্তন করে থাকে। এটি জনসম্মুখে চুরির একটি নতুন কৌশল। কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে। জেলা ছাড়াও আশেপাশের থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য