logo
news image

জাবিতে ভিসি বিরোধী শিক্ষকদের অবরোধ কর্মসূচি

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের এক অংশ আজ বুধবার দ্বিতীয় দিনের মত প্রশাসনিক ভবন অবরোধ করে।

আজ সকাল ৮ ভিসি বিরোধী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
গতকালের পূর্ব ঘোষিত কর্মসূূচির অংশ হিসেবে শরিফ এনামুল সমর্থিত শিক্ষকরা প্রাশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।অবরোধ দুপুর ১২টা পর্যন্ত।
অবরোধ কর্মসূচির মূখপাত্র জনাব ফরিদ আহমেদ বলেন" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বারের মত শিক্ষক শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।আমরা অবিলম্বে শিক্ষক লাঞ্ছনার বিচার চাই।এছাড়া উক্ত ঘটনার বিচারের জন্য সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়নি।
তাই অবিমম্বে এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।"

সাম্প্রতিক মন্তব্য

Top