ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১০৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৪ এপ্রিল ২০২২) রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাদুরবটতলা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার ভোড়ামারার গোলাপনগর গ্রামের নাছরিন সুলতানা ওরফে জুলেখা (৩৭) ও পাবনার ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর গ্রামের মৃত কুদ্দুস শেখের স্ত্রী মোছা. শারবানু বেওয়া (৬৮)।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওসির নির্দেশে সহকারী পরিদর্শক (এসআই) মোল্লা সোহেল মাহমুদ, হিমাদ্রী হালদার, এএসআই মো. রানা মিয়া, নারী কনস্টেবল মোছা. পাপিয়া খাতুন ও মোছা. রুমা খাতুন উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাদুরবটতলা বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে নাছরিন সুলতানা ওরফে জুলেখা ও মোছা. শারবানু বেওয়াকে আটক করেন। এ সময় নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশী করে দুইজনের কোমরে বিশেষ পদ্ধতিতে রাখা ১০৪ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার ওজন ১০ দশমিক ৪০ গ্রাম। আনুমানিক দাম ৩১ হাজার ২০০ টাকা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অবস্থান করছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারনী ১০ (ক) ধারায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য