logo
news image

জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৭

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জুয়া খেলার অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়ার বোর্ড থেকে ৮৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। সোমবার তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (৩ এপ্রিল ২০২২) রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে শ্রীরামগাড়ি গ্রামের একটি মাঠের কলা বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওসি মোহা. মোনোয়ারুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) হিমাদ্রি হালদার, আলী আকবর, শামসুজ্জোহা, হাসান তৌফিকুল ইসলাম, এএসআই রানা মিয়া ও আব্দুর রাজ্জাক উপজেলার শ্রীরামগাড়ি গ্রামে অভিযান চালিয়ে একটি কলার বাগানে জুয়া খেলা অবস্থায় সাত জনকে গ্রেপ্তার করেন। তারা  হলেন, লালপুরের শ্রীরামগাড়ি গ্রামের আলাল প্রামাণিকের ছেলে ফজলুর রহমান (৪০), আফাজ উদ্দিনের ছেলে আবের আলী (৩৫), সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাবলাপাড়া গ্রামের রওশন মোল্লার ছেলে লালন মিয়া (৪২), পাবনার ঈশ্বরদীর পূর্বটেংরি গ্রামের মোমিন খানের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৫০), উমরপুর গ্রামের মৃত হানিফ প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), নূরমহল (আকবরের মোড়) গ্রামের মৃত মান্নানের ছেলে হান্নান (৫২) ও  ইদ্রিস আলী প্রামানিকের ছেলে জালাল উদ্দিন (৪৫)। এ সময় জুয়ার বোর্ড থেকে ৮৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, সন্ত্রাস দমনে ও আইন-শৃংখলা বজায় রাখতে এলাকার সব ধরনের অপরাধের আগাছা দমনে মাঠে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর জ্জ ধারায় থানায় মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য