logo
news image

জমকালো আয়োজনে দৈনিক ঈশ্বরদী নিউজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
জমকালো আয়োজনে দৈনিক ঈশ্বরদী নিউজের দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩১শে মার্চ) রাতে ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষনা মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা পি.এম ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মহিউদ্দীন আহমেদ

 বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও সাঁড়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন পোর্টালের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি জেমসেদ আলী।

অনুষ্ঠানে ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, জনস্বাস্থ্য ও প্রকৌশলী মাহবুবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, আর এ আর এস হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক আবুল হাসেম, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন,  জিটিভির ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজতাউল্লাহ হিরা, সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকা সম্পাদক মহিদুল ইসলাম, দৈনিক বীর বাংলা পত্রিকার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত, ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন জুয়েল আসিফ, নিউজ টুয়েন্টিফোর এর ক্যামেরা পার্সন মাসুদ রানা, সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক মিলন মাহমুদ,দৈনিক ঈশ্বরদী নিউজের ব্যবস্থাপনা সম্পাদক রাসেল আলী, বার্তা সম্পাদক শিশির মাহমুদ, নির্বাহী সম্পাদক রকিব, সাংবাদিক উজ্জল প্রধান, ফারাবী বিন সাকিবসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক ঈশ্বরদী নিউজ পরিবারের পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম ইমরুল কায়েস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশিষ সরকার, পাবনা জেলা শিা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top