জমিসংক্রান্ত বিরোধে নারী আহত
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জমিসংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে মোছা. বুলি বেগম (৫৫) নামে এক নারী আহত হয়েছে।
সোমবার (২১ মার্চ ২০২২) সকালে ওয়ালিয়া ইউনিয়নের চোষুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মো. ইয়াকুব আলীর স্ত্রী।
স্থানীয়রা বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চোষুডাঙ্গা গ্রামের মোছা. বুলি বেগমের সাথে তার আপন ভাসুর আহম্মেদ আলীর ছেলে মোহাম্মদ আমজাদ হোসেনের (৩৫) জমিজমা বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরিবারের লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, লাঠির আঘাতে আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য