logo
news image

ইয়াবাসহ যুবক আটক

লালপুর(নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইয়াবাসহ রবিউল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (২০ মার্চ ২০২২) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চামটিয়া জৌন্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
আটককৃত যুবক উপজেলার গোপালপুর পৌরসভার মহিষাখোলা গ্রামের বাদল আলীর ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চামটিয়া জৌন্তপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় রবিউল ইসলামকে আটক করে তাঁর দেহতল্লাশি করে ২০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য