logo
news image

জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের মাঝে হাতাহাতি


জাবি প্রতিনিধিঃ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাসীন আওয়ামীপন্থী শিক্ষকদের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল এলাকায় পরিবহন ডিপোর সামনে এ ঘটনা ঘটে। সেখানে ধর্মঘটকে কেন্দ্র করে বর্তমান ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং সাবেক ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের অনুসারি শিক্ষকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগে ডাকা ধর্মঘটের অংশ হিসেবে ভোর চারটার দিকে অধ্যাপক শরীফ এনামুল কবিরের অনুসারি শিক্ষকেরা পরিবহন ডিপোর সামনে অবস্থান নেন। এ সময় তারা পরিবহন ডিপোর ফটকে তালা ঝুলিয়ে দেন।

এরপর ভোর সাড়ে চারটার দিকে বর্তমান ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অনুসারি শিক্ষকেরা সেখানে উপস্থিত হয়ে তালা খুলে দিতে বললে উত্তেজনা দেখা দেয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতাহাতি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরে শরীফ এনামুল কবিরপন্থী শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছিলাম। হঠাৎ করে ভিসিপন্থী ২০/২৫ শিক্ষক এসে হামলা করে আমাদের ৬ শিক্ষককে আহত করেছেন।’

তবে এ অভিযোগ অস্বীকার করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফী পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমরা পরিবহন ডিপোতে উপস্থিত হয়ে তালা খুলে দিতে বললে তারা হামলা করে। এতে আমাদের দু’জন শিক্ষক আহত হয়েছেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকদের হাতাহাতিতে জড়ানো দুঃখজনক। ঘটনাটি তদন্ত করা হবে।’

তিনি সব পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানেরও আহ্বান জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top