logo
news image

ঈশ্বরদীতে কাবাডি প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঈশ্বরদীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে রবিবার (২০ মার্চ) আবুল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাংগণে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।


প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও পাবনা জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গোলাম রসূল।

ফাইনালে আবুল হোসেন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভাড়ইমারি উচ্চ বিদ্যালয় রানার্স আপের শিরোপা অর্জন করে।

সাম্প্রতিক মন্তব্য