logo
news image

জিএম কাদেরের আশীর্বাদ নিলেন ব্যারিস্টার আশিক


জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের আশীর্বাদ নিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার কৃতিসন্তান ব্যারিস্টার আশিক হোসেন। গত বুধবার জিএম কাদেরের ঢাকার উত্তরার বাসায় সাক্ষাত করেন তিনি।
এসময় উপস্থিত  ছিলেন নাটোর -১ আসনের সাবেক সাংসদ ও পার্টির উপদেষ্টা আবু তালহা এবং নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও লালপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রাশিদুল ইসলাম। পরে বৃহস্পতিবার নিজ এলাকায় ফিরে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার আশিক।

জানা গেছে, ব্যারিস্টার আশিক ইংল্যান্ডের বাকিংহাম ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন এবং ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়াও ২০১৪ সালে  ইংল্যান্ডের বিখ্যাত লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি  ঢাকায় আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের স্বপ্ন ছিলো তাঁর। সেজন্য ছোটবেলা থেকেই তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। জাতীয় পার্টি থেকে ভবিষ্যতে নাটোর -১ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার স্বপ্নও রয়েছে তাঁর। সেজন্য তিনি পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন। 

ব্যারিস্টার আশিক বলেন, ছোট বেলা থেকেই রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল। তাই বহু কাঙ্খিত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। আর গত বুধবার সেটিও পেরেছি। 

লালপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রাশিদুল ইসলাম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে রাজনীতির বিভিন্ন বিষয় এবং নাটোরের সমসাময়িক রাজনীতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসময় ব্যারিস্টার আশিকও ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য