logo
news image

বঙ্গবন্ধুর জন্মদিনে ঈশ্বরদীতে আওয়ামী লীগ বেলুন উড়ালেন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ঈশ্বরদীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য বেলুন উড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ)  সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার ম্যুরালের সামনে পাবনা-৪ আসনের এমপি নূরুজ্জামান বিশ্বাসের নের্তৃত্বে ১০২টি বেলুন উড়ানো হয়। বেলুন উড়ানোর অনুষ্টানের আয়োজক ছিলেন যুবলীগ নেতা ও এমপি পুত্র তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন।


 উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ বিশ্বাস, যুবরীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, রাজন মালিথাসহ বিপুল সংখ্যক নেতা-কমী এসময় উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য