logo
news image

চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মোছা. ইশা খাতুন নামে ৪ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সে আনসার সদস্য ওই গ্রামের মো. ইলিয়াস হোসেনের একমাত্র সন্তান।
নিহতের বাবা মো. ইলিয়াস হোসেন বলেন, মঙ্গলবার সকালে মেয়ে ইশা খাতুন বাড়ির বাইরে খেলতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মেয়ের নিখোঁজ সম্পর্কিত একটি পোস্ট করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে সাধুপাড়া গ্রামের মজিদ উল্লাহর ছেলে নুরুদ্দিন ও আজিত উল্লাহর ছেলে ফজল আলীর বাড়ির পাশে নুরুদ্দিনের আমবাগানে পানিশূন্য ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় পল্লিচিকিৎসক মো. জাকির হোসেন বলেন, ওই গ্রামে তাঁর চিকিৎসালয় রয়েছে। শিশু ইশার মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান। এ ধরণের মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় আশ্চর্য হয়েছে। অবুঝ এই শিশুহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
নিহতের দাদা ইনছার আলী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নাতনির সাথে খাওয়া-দাওয়া করেছেন। জানামতে তাঁদের কারো সাথে শত্রুতা নেই। কেন আদরের নাতনি ইশাকে হত্যা করা হয়েছে বুঝতে পারছেন না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির দাবি জানান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিহতের গলায় দাগ ও নাকে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য