চোলাই মদ ও ফেনসিডিলসহ আটক ৩
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর থানা পুলিশের পৃথক অভিযানে চোলাই মদ ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ মার্চ ২০২২) আদালতের মাধ্যমে আটককৃতদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
লালপুর থানার উপপরিদর্শক মোল্লা সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে উপজেলার পাইকপাড়া সেন্টার বাজারের নিকট থেকে ৭ বোতল ফেনসিডিলসহ রাজশাহীর বাঘা উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের সান্টু প্রামানিকের ছেলে মো. তুহিন আহম্মেদকে (২৩) আটক করা হয়। অপর এক অভিযানে রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজার থেকে ৬ বোতল চোলাই মদসহ উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. শামীম হোসেন (২৫) ও জান মোহাম্মদের ছেলে মো. রুবেল হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য