logo
news image

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, ভাষন প্রতিযোগিতা, পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, উৎসবমুখর পরিবেশে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (৭ মার্চ ২০২২) উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসকেন্দার মীর্জা, যুগ্মসাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হোসেন, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, এবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এ সময় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ের (টিআর) নগদ অর্থ বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে দানাদার খাদ্য বিতরণ করে সংসদ সদস্য।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের  ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। এ স্বীকৃতির নেপথ্যে বিভিন্ন পর্যায়ে অনুঘটক হিসেবে ছিলেন ঢাকার বদরুন্নেসা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রোকেয়া খাতুুন। তিনি রংপুরের অতিরিক্ত ডিআইজি ও নাটোরের লালপুরের মুরদহ গ্রামের শাহ মিজান শাফিউর রহমানের স্ত্রী।

সাম্প্রতিক মন্তব্য

Top