logo
news image

হেরোইনসহ এক নারী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে হেরোইনসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি ২০২২) উপজেলার মোহরকয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
আটক ফিরোজা খাতুন (৪০) মোহরকয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, শনিবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামসুজ্জোহা, এসআই সানোয়ার হোসেন ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে মোহরকয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় নারী পুলিশ ফিরোজা খাতুনের দেহ তল্লাশী করে ২ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। রোববার আদালতের মাধ্যমে আসামিকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য