ইয়াবাসহ এক নারী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ২০২২) উপজেলার পালিদেহা গ্রামের মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
আটক রোজিনা খাতুন (৪০) পালিদেহা গ্রামের কিরণ আলীর স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় নারী পুলিশ রোজিনা খাতুনের দেহ তল্লাশী করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে আসামিকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য