logo
news image

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পরম ভালোবাসা ও আন্তরিকতার সাথে অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের বিদায় সংবর্ধনা। বুধবার (৯ ফেব্রুয়ারী) রাতে ঈশ্বরদী থানার হল রুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সভাপতিত্ব করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরুল কায়েস।

বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ভোরের কাগজের প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণ, জনকন্ঠ প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, আমবাগান ফাঁড়ীর ইনচার্জ রুহুল আমিন, এস আই মেহেদী হাসান ও এ এস আই মানিক।

সঞ্চালনা করেন ( ওসি তদন্ত) হাদিউল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

উল্ল্যে যে, ২০১৯ সালের ৯ ডিসেম্বর ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ফিরোজ কবীর দায়িত্ব গ্রহন করেন। ছাব্বিস মাস অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করার পর তিনি যশোরে বদলী হলেন।

সাম্প্রতিক মন্তব্য