logo
news image

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ

নাটোর ও বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোর ও বাগাতিপাড়া পৌরসভার দুই মেয়র ও ২৪জন কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস এম জাফর উল্লাহ দেশের অন্যতম প্রাচীণ নাটোর পৌরসভার দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি ও বাগাতিপাড়া পৌরসভার মেয়র বিএনপি নেতা এস এম শরিফুল ইসলাম লেলিন এবং কাউন্সিলরদের আলাদা ভাবে শপথ বাক্য পাঠ করান।

পরে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস এম জাফর উল্লাহ নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অনান্যের মধ্যে রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক, উপ পরিচালক চিত্র লেখা নাজনীন ও নাটোরের উপ পরিচালক মোঃ নাদিম সারওয়ার উপস্থিত ছিলেন।

এর আগে মেয়র উমা চৌধুরী জলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন এবং এস এম শরিফুল ইসলাম লেলিন তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।

এছাড়াও এস এম শরিফুল ইসলাম লেলিন বিশাল গাড়ি বহর নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিতে যান এবং পথিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থী ফুল দিয়ে মেয়র লেলিনকে সংবর্ধণা প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এই দুই পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।  

সাম্প্রতিক মন্তব্য