logo
news image

বড়াইগ্রামে ২৭০ বস্তা ধানসহ ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে ২৭০ বস্তা ধানসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজার গোরস্থান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এঘটনা ঘটে। ছিনতাইকৃত ট্রাক উদ্ধারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
ট্রাক চালক তোফায়েল হোসন বলেন, ট্রাকে (যশোর ট-১১-৫১৯৮) যশোর জেলার খাজুরা বাজার থেকে ২৭০ বস্তা ধান নিয়ে রাত ১০টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। রাত ১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার গোরস্থান এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস সড়কের মাঝে দাঁড়িয়ে ট্রাক থামায়। এসময় তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকে দুই বস্তা গাঁজা আছে মর্মে তাদের নিকট খবর আছে জানিয়ে তল্লাশি শুরু করে। এসময় মাইক্রো থেকে চার জন আমার ট্রাকে উঠে ট্রাক থানায় নিতে বলে। এরপর কিছু দুর এলে তারা আমাকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। তাদের একজন ট্রাক চালিয়ে বনপাড়া-হাটিকুমরুল সড়ক দিয়ে থানার দিকে যেতে থাকেন। এর কিছুক্ষণ পর আমি কিছু বুঝে উঠার আগেই তারা আমার হাত,পা, চোখ বেঁধে ফেলে। ভোর ৫টার দিকে গাজিপুর জেলার কালিয়াকৈর উরাল সেতুর কাছে বাঁধন খুলে নামিয়ে দিয়ে চলে যায়। পরে কালিয়ারকৈর থানা পুলিশে সহায়তায় সোমবার দুপুরে বড়াইগ্রাম থানায় এসে বিস্তারিত জানাই।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, ট্রাক উদ্ধারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোর তৎপরতা চলছে।

সাম্প্রতিক মন্তব্য