সার্টার গান উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে নির্মানাধীন ব্রীজের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি সার্টারগান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (৩০ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ি ব্রীজের নিচ থেকে ওই অস্ত্র উদ্ধার করে লালপুর থানার পুলিশ।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক বলেন, বেরিলাবাড়ী নামকস্থানে নতুন ব্রীজ নির্মাণের জন্য বর্তমান ব্রীজটি ভাঙ্গার সময় এস্কেভেটর (ভেকু) চালক ও সংশ্লিষ্টরা পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র দেখতে পেয়ে লালপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে তিনিসহ সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) হাসান তৌফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত সার্টারগান ও আগ্নেয়াস্ত্রের বাট উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। দীর্ঘদিনের পরিত্যাক্ত অস্ত্র কোন সময় লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক মন্তব্য